কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান হিসেবে বিএডিসি’র ভিত্তি ঢাকা শহর কেন্দ্রিক হলেও এর সেবার পরিধি সমগ্র বাংলাদেশে বিস্তৃত। বিএডিসিতে বীজ সরবরাহ ব্যবস্থা শুরু হয় বীজ উইং এর বিভিন্ন বিভাগের মাধ্যমে। বিএডিসি’র খামার বিভাগ, আলুবীজ বিভাগ, পাটবীজ বিভাগ, সব্জী ও ডাল-তৈলবীজ খামার, কন্ট্রাক গ্রোয়ার্স বিভাগ, ধান গম ও ভূট্টার উন্নততর বীজ উৎপাদন বিভাগের মাধ্যমে উৎপাদিত বিভিন্ন ফসলের বীজ আঞ্চলিক বীজ সংরক্ষণাগার/ট্রানজীট গুদাম ও জেলা/উপজেলা বীজ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বিএডিসি’র নিবন্ধিত বীজ ডিলার ও সরাসরি চাষিদের কাছে সরবরাহ করা হয়ে থাকে।
টাংগাইল জেলায় ১০০০ মে.টন ও ৫০ মে.টন ধারণ ক্ষমতা সম্পন্ন আঞ্চলিক বীজ গুদাম,বেবিস্ট্যান্ড,কাগমাড়ী রোড,টাংগাইল হতে জেলার ৪৩৫ জন বীজ ডিলারের মাধ্যমে ও সরাসরি চাষি পর্যায়ে বিএডিসি’র উৎপাদিত উন্নতমানের বিভিন্ন ফসলের বীজ সরবরাহ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস